• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে প্রতি আসনে এমপি হতে চান প্রায় ৭ জন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮

বি৭১নি ডেস্ক :  সিলেটে সংসদীয় আসন রয়েছে ছয়টি। এসব আসনে একাদশ জাতীয় নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন ৪০ প্রার্থী। গড়ে সিলেটের প্রতিটি আসনে ৬.৬৬ জন প্রার্থী রয়েছেন।
সিলেটে মনোনয়নপত্র যাচাইবাছাই, বাতিল এবং আপিল শেষে নির্বাচনি লড়াইয়ে ছিলেন ৫৭ জন প্রার্থী। তবে কাল রবিবার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১২ প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এছাড়া নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, দলীয় চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় আরো ৫ প্রার্থীর মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়েছে। সবমিলিয়ে এই ১৭ প্রার্থী নির্বাচনি লড়াই থেকে বাদ পড়ায় সিলেটে চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন ৪০ প্রার্থী।
তন্মধ্যে সিলেট-১ আসনে রয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক, ১০ জন প্রার্থী। আর সবচেয়ে কম সংখ্যক, ৪ জন প্রার্থী আছেন সিলেট-৬ আসনে।
সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন আওয়ামী লীগের ড. এ কে আব্দুল মোমেন, বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, ইসলামী ঐক্যজোটের (আইওজে) মুহাম্মদ ফয়জুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) ইউসুফ আহমদ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উজ্জ্বল রায় এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রনব জ্যোতি পাল।
সিলেট-২ আসনের চূড়ান্ত প্রার্থীরা হলেন বিএনপির তাহসিনা রুশদীর লুনা, জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়া, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী, গণফোরামের মোকাব্বির খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) মনোয়ার হোসাইন এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোশাহিদ খান।
সিলেট-৩ আসনে চূড়ান্ত প্রার্থী ৬ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, বিএনপির শফি আহমদ চৌধুরী, জাতীয় পার্টির উছমান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এম এ মতিন বাদশা, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন এবং খেলাফত মজলিসের (একাংশ) হাফিজ মাওলানা আতিকুর রহমান।
সিলেট-৪ আসনের পাঁচ চূড়ান্ত প্রার্থী হলেন আওয়ামী লীগের ইমরান আহমদ, বিএনপির দিলদার হোসেন সেলিম, জাতীয় পার্টির আহমেদ তাজ উদ্দিন (এটিইউ) তাজ রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান এবং বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোজ কুমার সেন।
সিলেট-৫ চূড়ান্ত প্রার্থী আছেন ৮ জন। এঁরা হলেন আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার, জাতীয় পার্টির সেলিম উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল আমিন, গণফোরামের বাহার উদ্দিন আল রাজী, ইসলামী ঐক্যজোটের এম এ মতিন চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের শহিদ আহমেদ চৌধুরী এবং স্বতন্ত্র থেকে ফয়জুল মুনির চৌধুরী।
সিলেট-৬ আসনের চার প্রার্থী হলেন আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ, বিএনপির ফয়সল আহমদ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের শমসের মবিন চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আজমল হোসেন।