• ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রজব, ১৪৪৬ হিজরি

রাজপথ দখল করে দাবি আদায় সমাধান নয়: ডিএমপি কমিশনার

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫
রাজপথ দখল করে দাবি আদায় সমাধান নয়: ডিএমপি কমিশনার

ইদানিং বিভিন্ন গোষ্ঠিরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব। কিন্তু এটা সমাধান নয়।

বুধবার (৮ জানুয়ারি) সকালে ক্রাবের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। দাবিদাওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেয়ার অনুরোধ জানান কমিশনার।

তিনি বলেন, ৫ আগষ্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিলো তবে সেগুলো থেকে উতরে আসার চেষ্টা চলছে। গত ১৫ বছরের পুলিশের আচরণ থেকে পুলিশ বের হতে চায়। তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। একইসাথে ৪০ হাজার পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ছিনতাইরোধে ডিএমপি কাজ করছে বলেও জানান কমিশনার।