• ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রজব, ১৪৪৬ হিজরি

কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫
কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মো. আবুল হাসান (৪০)।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কারওয়ান বাজারে ২০১৫ সালের ২০ এপ্রিল দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত আবুল হাসান।

গ্রেফতারকৃত হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে।