• ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রজব, ১৪৪৬ হিজরি

সৌদি আরবে টানা বর্ষণে বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫
সৌদি আরবে টানা বর্ষণে বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট

সৌদি আরবে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মক্কা ও মদিনায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)। পবিত্র এ দুই শহর ছাড়াও রিয়াদ, আসির, এবং জাজানসহ বিভিন্ন অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বন্যার কারণে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, আর বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনসিএম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বন্যার পানির প্রবল স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে। বিভিন্ন ভবনের নিচতলার অর্ধেক পানিতে ডুবে গেছে। সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর ও আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, আটকে পড়া মানুষদের উদ্ধারে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

দুর্যোগ মোকাবিলা দপ্তর জনগণকে সতর্ক করে জানিয়েছে, নিচু এলাকা এবং বন্যাপ্রবণ স্থান এড়িয়ে চলতে। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নিরাপত্তা নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সৌদির পশ্চিমাঞ্চলে। বন্যার পানিতে রাজধানী রিয়াদেরও বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সৌদি সরকার জরুরি ব্যবস্থাগুলো কার্যকর করছে।

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সকল নাগরিককে সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।