• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪
ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ করছে পদবঞ্চিতরা। এ সময় কমিটির সদস্যদের অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

বুধবার (২৫ ডিসেম্বর) ক্যাম্পাস বন্ধ থাকলেও সকাল থেকে কলেজের বিজয় চত্বরে জড়ো হতে থাকেন পদবঞ্চিতরা। বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাস জুড়ে। পরে আধা ঘণ্টা ধরে ঢাকা কলেজের সামনের মিরপুর সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।

এ সময় ছাত্রদল সভাপতির কুশপুত্তলিকা দাহ করা হয়। তাদের অভিযোগ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের নিজেদের লোক দিয়ে কমিটি করেছেন। যারা বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী কোনো আন্দোলন সংগ্রামে ছিল না বলে অভিযোগ করেন তারা। কমিটিতে ছাত্রলীগের অনেককে স্থান দেয়া হয়েছে বলেও অভিযোগ তাদের।

এর আগে, মঙ্গলবার দুপুরে ৩৬ সদস্যের কমিটি ঘোষণার পরপরই ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতে পদবঞ্চিতরা বিক্ষোভ করলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।