• ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রজব, ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ-গ্যাসের দাম ও ট্যাক্স বাড়াতে হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫
বিদ্যুৎ-গ্যাসের দাম ও ট্যাক্স বাড়াতে হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

বিগত সরকারের সাগর চুরির খেসারত দিতে হচ্ছে দেশের মানুষকে। এই ক্ষতি পুষিয়ে উঠতে শিল্পখাতে বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধিসহ বিভিন্ন খাতের ট্যাক্স বাড়াতে হচ্ছে—এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীতে চার দিনব্যাপী আন্তর্জাতিক গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো-২০২৫ প্রদর্শনীর উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

উদ্বোধন শেষে এক্সপোতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারা। প্রদর্শনীতে বিশ্বের ২৫টি দেশের ৫০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

পরে অনুষ্ঠানে গার্মেন্টস খাত সংশ্লিষ্ট সংগঠনের নেতারা বলেন, দেশের উন্নয়নে গার্মেন্টস সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাই এই খাত সংশ্লিষ্ট সব পণ্য ও সুবিধাসমূহ সহজলভ্য করতে হবে বলে জানান তারা।