বি৭১নি ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি প্রধান দুটি রাজনৈতিক দলের প্রার্থীদের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ পাওয়া গেছে। প্রার্থীদের প্রত্যেকের আগ্নেয়াস্ত্র থাকলেও হলফনামায় সেটি উল্লেখ করেননি তারা।
সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সাত প্রার্থীর আগ্নেয়াস্ত্র থাকলেও কেবল এক প্রার্থী হলফনামায় আগ্নেয়াস্ত্র থাকার তথ্য উল্লেখ করেছেন। অন্য ছয় প্রার্থী সেই তথ্য গোপন করেছেন। আরেক প্রার্থীর অস্ত্রের লাইসেন্স বাতিল হলেও তিনিও সে তথ্য হলফনামায় উল্লেখ করেননি।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক হলফনামায় অস্থাবর সম্পদের তালিকায় উপহার হিসেবে প্রাপ্ত একটি বন্দুক ও একটি রিভলবার থাকার কথা উল্লেখ করেছেন।
একই আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের আগ্নেয়াস্ত্র থাকলেও হলফনামায় তিনি তা উল্লেখ করেননি।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহর আগ্নেয়াস্ত্র রয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানেরও আগ্নেয়াস্ত্র রয়েছে। তারা উভয়েই হলফনামায় এ তথ্য উল্লেখ করেননি।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর তিনটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে। কিন্তু হলফনামায় সেই তথ্য নেই।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য নজির হোসেন এবং অপর বিএনপি প্রার্থী আনিসুল হকের আগ্নেয়াস্ত্র রয়েছে। কিন্তু তারা কেউ-ই হলফনামায় এ তথ্য উল্লেখ করেননি।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবদুল আহাদ বললেন, যাদের আগ্নেয়াস্ত্র ছিল, অস্থাবর সম্পদের তালিকায় তারা সেটি উল্লেখ করতে পারতেন। কারণ অস্থাবর সম্পদের মধ্যে এটি পড়ে।
তিনি আরও বলেন, এখন আগ্নেয়াস্ত্রের বিষয়ে নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা আসবে, সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।