• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর আবাস ভুমি : এমরান

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২০, ২০১৮
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উর্বর আবাস ভুমি। আর সিলেটের রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্ঠান্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে রয়েছে সৌহার্দ্র সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে হবে। সুখী সমৃদ্ধ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ে তুলতে ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি গত শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ পূজা উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিনে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বিভিন্ন স্থানে পূজা মন্ডব পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘায় পূজা মন্ডবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হরিপদ বিশ্বাস। নিরেশ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমরান আহমদ চৌধুরী। বাঘা ইউনিয়নের শান্তিবাগ এলাকায় পূজা মন্ডবে যিশু দাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বাঘা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাহেল আহমদ ও উপজেলা ছাত্রদল নেতা বেলাল আহমদের বাড়ীতে অনুষ্ঠিত পৃথক উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান খান, ১ম যুগ্ম সম্পাদক সাহেল আহমদ, ২নং ওয়ার্ড সভাপতি চেরাগ আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ ও সহ-সভাপতি জেবুল আহমদ, থানা যুবদল নেতা বাছিতুর রহমান বাছিত, বাবুল আহমদ, জাহাঙ্গীর আলম, হোসেন আহমদ, খালেদ আহমদ, আব্দুল কাদির, জেলা ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক আফজল হোসেন, গোলাপগঞ্জ থানা ছাত্রদল নেতা বদরুল হক, বেলাল আহমদ, জাকারিয়া শাহজাহান, আব্দুল ফাত্তাহ, আতিক আহমদ, নাদিম, রনি আহমদ, শাহেদ আহমদ ও কামরুল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি