সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়নে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার ছোট ভাই।
মৃত যুবক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাড়রইল গ্রামের অলিউর রহমানের পুত্র রেদওয়ান আহমদ (২১) বলে জানা গেছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান রেদওয়ান। এসময় বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রেদওয়ান সিলেট এমসি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ও পরিবারের জ্যেষ্ঠ ছেলে। তার সাথে থাকা ছোট ভাই সুফিয়ান আহমদ বজ্রপাতে আহত হয়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন।