• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভোট দিয়ে `ফু‌র্তি`তে শতবর্ষী নারী

bijoy71news
প্রকাশিত মে ৮, ২০২৪
ভোট দিয়ে `ফু‌র্তি`তে শতবর্ষী নারী

ইমরান আহমদ:

শেষ বয়‌সে এ‌সে শা‌ন্তিপূর্ণভা‌বে ভোট দি‌তে পে‌রে `ফু‌র্তি`‌তে সি‌লে‌টের গোলাপগঞ্জ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে কে‌ন্দ্রে আসা শতবর্ষী এক নারী। ফু‌র্তিতে নি‌জে‌কে ৩০/৪০ বছ‌রের এক যুবতী হি‌সে‌বে প্রকাশ ক‌রেন।
শতবর্ষী নারী উপ‌জেলার ঢাকাদ‌ক্ষিণ রায়গড় গ্রা‌মের সোনারা বেগম।

বুধবার (৮ মে) সকাল ১১ টা। উপ‌জেলার ঢাকাদ‌ক্ষিণ ইউ‌নিয়নের রায়গড় সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে ভোট প্রদান ক‌রে অ‌ন্যের কাঁ‌দে ভর দি‌য়ে বের হ‌চ্ছেন শতবর্ষী এক নারী। তি‌নি ষাট বছর বয়সী মে‌য়ের কা‌ঁদে ভর ক‌রে এ‌সে‌ছেন ভোট কে‌ন্দ্রে। ভোট দি‌য়ে বে‌রি‌য়ে এ‌সে ব‌লেন, `ফু‌র্তির লা‌গি ভোট দিতাম আই‌ছি। এসময় বয়স কত জান‌তে চাই‌লে হেসে হে‌সে ব‌লেন, `আমার বয়স ৩০-৪০ বছর অইব`। তখন তার মে‌য়ে এ‌গি‌য়ে এ‌সে ব‌লেন, `তান বয়স একশ বছ‌রর উপ‌রে, সকাল থা‌কি তাইন রে‌ডি অইয়া বইতাকছইন ভোট দিতা ক‌রি, বা‌ড়ি থা‌কি রিকশায় আইছন, ভোট দিয়া এখন আ‌টিয়া যাইতা‌গি কইরা`।

প্রথম ধা‌পের ষষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে সি‌লে‌টের প্রবাসী অধ‌্যু‌ষিত গোলাপগঞ্জ উপ‌জেলায় চেয়ারম‌্যার প‌দে ৩ জন, ভাইস চেয়ারম‌্যান প‌দে ৫ জন ও ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান প‌দে ২ জন প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন।

চেয়ারম‌্যান প‌দে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী হলেন দোয়াত কলম প্রতীকে বর্তমান উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম (যুক্তরাষ্ট্র প্রবাসী), অপর প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, ঘোড়া প্রতীকের শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (যুক্তরাষ্ট্র প্রবাসী) এবং ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা, আনারস প্রতীকের আবু সুফিয়ান উজ্জল।
এ‌দি‌কে, সকাল থে‌কে উপ‌জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গে‌ছে, তুলনামূলক ভোটার উপ‌স্থিতি কম। ত‌বে ক‌য়েক‌টি কেন্দ্রে পুরু‌ষের চে‌য়ে নারী ভোটার তুলনামূলক বে‌শি।
ভোটাররা জানিয়েছেন, সৎ যোগ্য প্রার্থীকেই বাছাই করে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন।