• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

bijoy71news
প্রকাশিত জুন ৩, ২০২৪
কোম্পানীগঞ্জে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

কোম্পানিগঞ্জ গৌরিনগর এলাকায় বন্যার্তদের মাঝে সৎ পথের পথিকরা সেবাদানকারী সংগঠন ঔষধ বিতরণ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান সম্পন্ন করা হয়েছে।

রোববার (২ জুন) প্রায় অর্ধশত পরিবারের মাঝে বিভিন্ন রকম ঔষধ প্রদানের পাশাপাশি চিকিৎসা সেবা ও দেওয়া হয়েছে।

এই প্রতিকূল পরিবেশে বৈরি আবহাওয়া উপেক্ষা করে নার্সিং ও মেডিকেল টিম সহ সংগঠন এর প্রতিষ্টাতা সভাপতি আয়েশা সিদ্দিকা প্রিয়া,ও সংগঠন এর পরিচালক ও নার্সিং অফিসার লিজা আক্তার, সুমিত দাস,সামি, সজীব, আলামিন, জামাল,লিমা আক্তার প্রমুখ সহ অন্যান্য দায়িত্বশীল সেচ্চাসেবকরা নিঃস্বার্থে মানুষের জন্য কাজ করেছেন , সংগঠন এর সদস্য সুমিত দাস বলেন, আমরা মানুষের জন্য কাজ করতে পেরে আমরা ভাগ্যবান মনে করছি,ভবিষ্যতে ও আমরা বন্যার্ত মানুষের জন্য কাজ করতে প্রস্তুত…..