মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেটের গোলাপগঞ্জে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বাদ আসর গোলাপগঞ্জ চৌমুনীতে আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপাতনের উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন মাদরাসা, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
চৌমুহনীতে অনুষ্ঠিত মানববন্ধন
মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষাসচিব হাফিজ মাওলানা মুহাম্মদ মাহদী হাসানের পরিচালনায় বক্তারা বলেন, আমরা আমাদের জান, মাল, পরিবার, সন্তানদের চেয়েও বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে ভালবাসি। প্রিয় মহানবীকে নিয়ে কটুক্তি মুসলিম উম্মাহ বরদাস্ত করবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননা কারীদের গ্রেপ্তার করে তার বিচার করতে হবে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। বিভিন্ন স্থাপনায় কখনও বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত থেকে বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। অথচ ভারতেই সংখ্যালঘু কোনো জাতি নিরাপদ বসবাস করতে পারেনা। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলামের মহাসচিব অধ্যাপক মওলানা আব্দুস সবুর, বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার, জামেয়া দ্বীনিয়া আসাদুল উলুম রামধার মুহাদ্দিস হাফিজ মাওলানা মুজাম্মিল হুছাইন, গোলাপগঞ্জ মোহাম্মদী তাহসিনুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিহাব উদ্দিন, সহকারি পরিচালক মাওলানা এনামুল হক, দারুল উলুম গোলাপগঞ্জের নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা ইয়াহ`য়া মাহমুদ তালুকদার, শিক্ষাসচিব মাওলানা আব্দুর রশিদ ছাদি, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগি ডাক্তার হাবিবুর রহমান,আব্দুল লতিফ সরকার, মদিনাতুল উলুম বাউসী মাদরাসার মুহতামিম কারী ছাঈদ আহমদ, মাওলানা আব্দুল মালিক, হাফিজ মাওলানা নুরুদ্দিন, হাফিজ আব্দুল আহাদ, সরস্বতী মহিলা মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল হোসেন জিরান, দারুন উলূম এর সহকারি শিক্ষক মাওলানা কামরুল ইসলাম ও মাওলানা ওমর ফারুক প্রমূখ।
মানববন্ধন শেষে বিশাল মিছিল চৌমুহনী থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার চৌমুহনীতে এসে মিলিত হয়।