বি৭১নি : সিলেট ৩ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে বিদ্যুৎ খাত সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১২ অক্টোবর বিকালে বালাগঞ্জ উপজেলা সদরে কাশিপুর গ্রামে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে কাশিপুর বিদ্যুৎ উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানাজার মাহবুব আলমের সভাপতিত্বে ও বালাগঞ্জ এলাকার পরিচালক মাহমুদ হোসেন মাছুমের পরিচালনায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হক, অফিসার ইনচার্জ এস.এম জালাল উদ্দিন রিপন, সহকারী জেনারেল ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আক্রাম আলী, বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও য়ালজুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, এমপির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তুহিন মনসুর, জেলা ছাত্রলীগের এ.কে টুটুল, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগের সভাপতি মোঃ জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ কালাম মিয়া প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবাসিক প্রকৌশলী শাহ আলম।
পরে তিনি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুনেদ মিয়ার বাড়িতে যান ও তার আব্বা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা হাজী লাল মিয়ার সাথে কুশল বিনিময় করেন। তারপর বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদের অসুস্থ আব্বা বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আব্দুল হাফিজ রেনু মিয়াকে দেখেন ও তিনির খোঁজ খবর নেন।
বি৭১নি/জেএ/প্রেবি