• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে প্রবাসী সংগঠন

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৪
গোলাপগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে প্রবাসী সংগঠন

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ এর পক্ষ থেকে ডেউটিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মধ্যে এ ডেউটিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, ‘শিলাবৃষ্টিতে গোলাপগঞ্জবাসীর অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে৷ যে ক্ষতি খুব সহজে কাটিয়ে উঠার মতো নয়। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষকে প্রথম থেকে আমার সামর্থনুযায়ী সহযোগিতা করে আসছি৷ একজন সমাজসেবী হিসেবে আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘ গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এজন্য  সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই। এ দুর্যোগময় সময় কাটিয়ে উঠতে সমাজের সকল বিত্তবানদের এসকল ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে।’

অনুষ্ঠানে সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সুবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক ও অভিনেতা আব্দুল আজিজ বাবর, ব্যবসায়ী মো.আলী মঞ্জুর। এছাড়াও উপস্থিত ছিলেন- সমাজসেবী মোরশেদুজ্জামান এরাফ, জুয়েল আহমদ, ছাত্রনেতা দিদারুল আলম দিদার, ফয়েজ আহমদ প্রমুখ।