• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে সাপের উপদ্রব, ২ দিনে ৫ জন আহত

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৮

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি, বাউসা ইউনিয়নের বাউসা ও সদর ইউনিয়নের আদিত্যপুরে গ্রামে বিষধর সাপের উপদ্রব বেড়ে গেছে। গত ২ দিনে ৫ জন লোককে বিষধর সাপ কামড়িয়েছে। এতে উল্লেখিত এলাকায় জনমনে বিষধর সাপের আতঙ্ক বিরাজ করছে।

সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের সঞ্জব উল্লাহ (৬৮) ও বাউসা ইউনিয়নের ডলি বেগম (২৫) ও কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইদ্রিস মিয়া (৪৫) কে বিষধর সাপ কামড় দেয়। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর আগে গত বুধবার বিষধর সাপের কামড়ে একই জায়গার গণি মিয়া ও শিশু কিশোর নাজমুল হককে আশঙ্কাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। এসব এলাকায় বিষধর সাপের উপদ্রব এর কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বি৭১নি/জেএ/নপ্র