• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নেইমার-ফিরমিনোর গোলে ব্রাজিলের সহজ জয়

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে হতাশার পর এই প্রথম ব্রাজিল মাঠে নামছে। তাই ফুটবলপ্রেমীদের আলাদা নজর ছিল নেইমারদের ওপর।
সেটি বেশ ভালভাবেই উতরে যেতে পেরেছে তিতের শিষ্যরা। বাংলাদেশ সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদেরই ঘরের মাঠ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ব্রাজিল।
এতদিন তিতে অধিনায়কত্বের আর্ম ব্যাজ বাই-রোটেশন রেখেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমারের হাতে তিনি তুলে দেন স্থায়ী অধিনায়কত্ব। তাতেই দারুণ খেলে সাফল্য পেল ব্রাজিল।
খেলার ১১ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন রবের্তো ফিরেমিনো। ডান দিক থেকে আক্রমণে ওঠা দগলাস কস্তার বাড়ানো দারুণ ক্রসে ডান পায়ের ভলিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের অষ্টম গোল তুলে নেন তিনি।
এরপর প্রথমার্ধের খেলা শেষের দুই মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজি তারকা নেইমার। ডান দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়া লিভারপুল মিডফিল্ডার ফাবিনিয়োকে যুক্তরাষ্ট্রের উইল ট্রাপ ফেলে দিলে বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে বল জালে জড়ান নেইমার।

বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর এই ম্যাচে ব্রাজিল কোচ ব্যাপক পরিবর্তন আনেন। বিশ্বকাপ খেলা শুধুমাত্র নেইমার, আলিসন, ফিলিপ কোটিনহো এবং থিয়াগো সিলভাকে একাদশে রাখেন। আর অভিষেক হয় বার্সেলোনার মিড-ফিল্ডার আর্থার এবং এভারটনের ফরোয়ার্ড রিচালিসনের।
প্রথমার্ধে এলামেলো থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মাঝে মধ্যে সংঘবদ্ধ আক্রমণও করে তারা। তবে প্রতিবারই রক্ষণে গিয়ে ব্যর্থ হতে হয় যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের।
এরই মধ্যে ৭২ মিনিটে একবার ব্রাজিল রক্ষণ কাঁপিয়ে দেন ট্রাপ। তার দূরপাল্লার শট ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন পুরো ম্যাচে তেমন কোনো পরীক্ষার মুখে না পড়া ব্রাজিল গোলরক্ষক আলিসন।
শেষদিকে নেইমার-কৌতিনহো-ফিরমিনোকে তুলে নেন কোচ। এরপরও আক্রমণের ধার একটুও কমেনি। কিন্তু, ব্যবধানও বাড়াতে পারেনি ব্রাজিল।

অধিনায়ক হিসেবে অভিষেকেই শান্তর সেঞ্চুরি, বাংলাদেশের লিড ২০৫ সিলেট টেস্টে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম। তার সেঞ্চুরিতে ৩ উইকেটে ২১২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। টাইগারদের লিড ২০৫ রানের। সিলেট টেস্টের তৃতীয় দিনটি পুরোটাই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে দ্রুত কিউইদের শেষ উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ২ উইকেট হারালেও শান্ত ও মুমিনুলের ৯০ রানে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মুমিনুল ৪০ রানে ফিরে গেলেও শান্ত তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ৬৮ ওভারে ২১২ রান তোলার পর আলো স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে কিউইদের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২০৫ রান। সিলেট টেস্টের তৃতীয় দিনে কিউইদের শেষ দুই উইকেট তু্লে নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। ১০ ওভারে রান করেন ১৯। যার মধ্যে টাইগারদের লিড দাঁড়ায় ১২। ১২ রান লিড নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। কিন্তু লাঞ্চ থেকে ফিরেই ঘটে ছন্দপতন।দলীয় ২৩ রানে এজাজ পাটেলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান জাকির হাসান। আউট হওয়ার আগে করেন ৩০ বলে ১৭ রান। জাকির হাসানের পথ ধরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। আগের ম্যাচে ১৪ রানের জন্য সেঞ্চুরি মিস করা জয় আজ দুর্ভাগ্যজনক রানআউটের শিকার। সাউদির বলে ড্রাইভ খেলেন নাজমুল হোসেন শান্ত, বল বোলারের হাত স্পর্শ করে ভেঙে যায় ননস্ট্রাইকের স্টাম্প। ফলে ৪৬ বলে ৮ রান করে রান আউট কাটা পড়েছেন জয়।তার বিদায়ে ২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২৬ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন মুমিনুল ও শান্ত। আগের ম্যাচে তাড়াহুড়ো করে খেলতে থাকা শান্ত আজ শুরু থেকেই খেলতে থাকেন দেখেশুনে। এই জুটিতে ভর করে ৩১ ওভারে দলীয় শতক পূর্ণ করে টাইগাররা। তার লিড ১০০ ছাড়ায় ৩৫ ওভারে।৩৮ ওভারে ১১১ রান করে ১০৪ রানের লিড নিয়ে চা পানের বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে কিউইদের বিপক্ষে অর্ধশতক তুলে নেন নাজমুল হোসেন শান্ত।প্রথম ইনিংসে ৩৭ রানে সাজঘরে ফিরে যাওয়ার পর আজ দ্বিতীয় ইনিংসে ৯৫ বলে তুলে নেন ৫০ রান। শান্তর পথ ধরে মুমিনুল হকও এগিয়ে যাচ্ছিলেন অর্ধশতকের দিকে। কিন্তু রান আউটের শিকার হয়ে ৬৮ বলে ৪০ রান করে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ১১৬ রানে ৩ উইকেট হারায় টাইগাররা। মুমিনুলের বিদায়ের পর মুশফিকের সঙ্গে জুটি গড়েন শান্ত। প্রথম ইনিংসে ১২ রানে সাজঘরে ফিরে যাওয়া মুশি আজ শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। এই জুটিতে ভর করে ৫৬ ওভারে লিড ১৫০ পূর্ণ করে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ৯৫ বলে অর্ধশতক তুলে নেওযার পর ১৯২ বলে তুলে নেন সেঞ্চুরি।যার মধ্যে রয়েছে ৯ টি চারের মার। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করলেন শান্ত। যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম। ৬৮ ওভারে তিনি উইকেট হারিয়ে ২১২ রান করার পর আলো স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে কিউইদের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২০৫ রান।