রাশিয়া বিশ্বকাপে হতাশার পর এই প্রথম ব্রাজিল মাঠে নামছে। তাই ফুটবলপ্রেমীদের আলাদা নজর ছিল নেইমারদের ওপর।
সেটি বেশ ভালভাবেই উতরে যেতে পেরেছে তিতের শিষ্যরা। বাংলাদেশ সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদেরই ঘরের মাঠ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ব্রাজিল।
এতদিন তিতে অধিনায়কত্বের আর্ম ব্যাজ বাই-রোটেশন রেখেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমারের হাতে তিনি তুলে দেন স্থায়ী অধিনায়কত্ব। তাতেই দারুণ খেলে সাফল্য পেল ব্রাজিল।
খেলার ১১ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন রবের্তো ফিরেমিনো। ডান দিক থেকে আক্রমণে ওঠা দগলাস কস্তার বাড়ানো দারুণ ক্রসে ডান পায়ের ভলিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের অষ্টম গোল তুলে নেন তিনি।
এরপর প্রথমার্ধের খেলা শেষের দুই মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজি তারকা নেইমার। ডান দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়া লিভারপুল মিডফিল্ডার ফাবিনিয়োকে যুক্তরাষ্ট্রের উইল ট্রাপ ফেলে দিলে বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে বল জালে জড়ান নেইমার।
বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর এই ম্যাচে ব্রাজিল কোচ ব্যাপক পরিবর্তন আনেন। বিশ্বকাপ খেলা শুধুমাত্র নেইমার, আলিসন, ফিলিপ কোটিনহো এবং থিয়াগো সিলভাকে একাদশে রাখেন। আর অভিষেক হয় বার্সেলোনার মিড-ফিল্ডার আর্থার এবং এভারটনের ফরোয়ার্ড রিচালিসনের।
প্রথমার্ধে এলামেলো থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মাঝে মধ্যে সংঘবদ্ধ আক্রমণও করে তারা। তবে প্রতিবারই রক্ষণে গিয়ে ব্যর্থ হতে হয় যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের।
এরই মধ্যে ৭২ মিনিটে একবার ব্রাজিল রক্ষণ কাঁপিয়ে দেন ট্রাপ। তার দূরপাল্লার শট ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন পুরো ম্যাচে তেমন কোনো পরীক্ষার মুখে না পড়া ব্রাজিল গোলরক্ষক আলিসন।
শেষদিকে নেইমার-কৌতিনহো-ফিরমিনোকে তুলে নেন কোচ। এরপরও আক্রমণের ধার একটুও কমেনি। কিন্তু, ব্যবধানও বাড়াতে পারেনি ব্রাজিল।