বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যকে মামুলি লক্ষ্য বানিয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে ওপেনিং জুটি হারালো মিচেল মার্শের অপরাজিত ১৭৭ রান ও ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের জোড়া অর্ধশতকে ৪৪ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে অজিরা।
লোয়ার অর্ডার ব্যর্থ হলেও ওপেনিং ও মিডল অর্ডারের কল্যাণে আজ অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের সাদামাটা বোলিংয়ে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৪ ওভারেই জয় তুলে নেয় অজিরা। বাংলাদেশের বোলাররা পাত্তাই পায়নি অজি ব্যাটারদের সামনে। তবে ৮ উইকেটের হারের পরও টাইগারদের সামনে চ্যাম্পিয়নস ট্রফির পথ খোলা থাকছে। আগামীকাল ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলে চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করবে বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে আজ শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ১২ রানেই ট্রাভিস হেডকে ফেরান তাসকিন আহমেদ। তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে যান ট্রাভিস হেড।
১২ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। এই দুই ব্যাটারই আজ তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। মিচেল মার্শ বাংলাদেশের বিপক্ষে আজ অর্ধশতক তুলে নেন ৩৭ রানে আর ওয়ার্নার অর্ধশতক তুলে নেন ৫২ রানে।
ক্রমেই বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে উঠছিল এই জুটি। অবশেষে এই জুটি ভাঙেন মোস্তাফিজ। ৬১ বলে ৫৩ রান করা ওয়ার্নারকে ফেরান তিনি। ওয়ার্নারের বিদায়ে ১৩২ রানে ২ উইকেট হারায় অজিরা।
ওয়ার্নারের বিদায়ের পর স্টিভেন স্মিথকে নিয়ে জুটি গড়েন মিচেল মার্শ। বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন এই দুই ব্যাটার।
বাংলাদেশের বিপক্ষে আজ সেঞ্চুরি তুলে নেন মিচেল মার্শ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১৭৭ রানে আর স্টিভেন স্মিথ অপরাজিত থাকেন ৬৩ রানে।
এর আগে অজিদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে দুই টাইগার ওপেনার। ওপেনিং জুটিতে করেন ৭৬ রান। বাংলাদেশের হয়ে আজ অর্ধশতক মিস করেন লিটন দাস, তানজিদ তামিম, শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন দাস ৩৬, তানজিদ তামিম ৩৬, শান্ত ৪৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৩২ রান করে ফিরে যান সাজঘরে। এই চার ব্যাটার ব্যর্থ হলেও আজ অজিদের বিপক্ষে অর্ধশতক তুলে নেন তাওহীদ হৃদয়। তবে সেঞ্চুরির আশা জাগিয়ে তিনি ফিরে যান ৭৪ রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে বাংলাদেশ।