নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। এতে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়া হয়নি
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলাশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। এতে বিভ্রান্তি ছড়াবে। নির্বাচন কেন্দ্রীক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও জানান তিনি।
এছাড়াও রাজনৈতিক দল ও অন্যদের সাথে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব।