বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।ফাইনাইলে নেপালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। তাতে টানা চতুর্থবারের মতো শিরোপা নিজেদের করে নিলো লাল সবুজের প্রতিনিধিরা।
সোমবার (৩ জুন) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ৪৫-৩১ পয়েন্ট ব্যবধানে জিতে আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
আগের তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের যাত্রা এবারও থামাতে পারেনি কোনো দল। দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, পোল্যান্ড ও নেপালের বিপক্ষে বড় জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পা রেখেছিল আরদুজ্জামান মুন্সীরা। এরপর সেমিফাইনালের মঞ্চে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে তারা জায়গা করে নেয় ফাইনালে। গ্রুপ পর্বের পর আবার দেখা হয় নেপালের সঙ্গে। কিন্তু এবারও স্বাগতিকদের দমাতে পারেনি তারা।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। সমর্থকদের আনন্দে ভাসিয়ে প্রথমার্ধেই শিরোপার দখলের পথে একধাপ এগিয়ে যায় আরদুজ্জামানরা। ২৪-১০ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
তবে দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার আভাস দেয় নেপাল। জমিয়ে তোলে লড়াই। এ অর্ধে শেষ পর্যন্ত ২১ পয়েন্ট তুলে নেয় তারা। সমান পয়েন্ট তুলে নেয় বাংলাদেশও। কিন্তু প্রথমার্ধেই ফলই গড়ে দেয় ব্যবধান। তাতে ৪৫-৩১ ব্যবধানে জয় তুলে অপরাজিত চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপে টানা চতুর্থ শিরোপার স্বাদ পায় বাংলাদেশ।
জয়ের পর এক প্রতিক্রিয়ায় ফাইনালের সেরা খেলোয়াড় বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সী বলেন, ‘এবার আমাদের দলটা আগের তিন আসরের চেয়ে গোছালো, শুরু থেকে এক দল হয়ে খেলতে পারায় প্রতিটি ম্যাচ বড় ব্যবধানে জিততে পেরেছি। কোরিয়া, জাপান, কেনিয়ার মতো বড় থাকলেও আমরা চাপমুক্ত থেকে খেলার চেষ্টা করেছি, সেভাবেই সফল হয়েছি।’
এদিকে, ফাইনাল ম্যাচ শুরুর আগে মুকুট পরিয়ে আরদুজ্জামান মুন্সীর আন্তর্জাতিক কাবাডিকে বিদায় জানানোকে স্মরণীয় করে দেয় বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এটাকে ‘নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি’ বললেন বাংলাদেশ অধিনায়ক। সোনালী ট্রফিতে অধিনায়কের বিদায়টাকে আরো বেশি রাঙিয়ে দিয়েছেন সতীর্থরা। বিদায়ী ম্যাচে হলেন সেরা খেলোয়াড়ও।
উল্লেখ্য, বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির আগের তিন আসরের মধ্যে প্রথম দুইবার (২০২১ ও ২০২২) কেনিয়াকে (৩৮-২৮ ও ৩৪-৩১) এবং ২০২৩ সালে চাইনিজ তাইপেকে ৪২-২৮ পয়েন্টে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
ফাইনাল শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সংস্কৃতি নাহিদ ইজাহার খান প্রমুখ।