• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের চাকরির খবর পরিবারের আনন্দ ভ্রমণ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৯

সৌহার্দ্যরে বন্ধনে একত্রিত হই আনন্দ উল্লাসে এই শ্লোগানে মুখরিত সিলেটের চাকরির খবর পরিবার গতকাল ১১ই সেপ্টেম্বর, ভুলাগঞ্জ সাদা পাথর এ আনন্দ ভ্রমণ আয়োজন করে। সিলেটের চাকরির খবরের চমৎকার আয়োজনে সদস্যদের নিয়ে অপার সৌন্দর্য মন্ডিত প্রাকৃতিক লিলাভূমি সাদা পাথরে নিজেদের মত করে আনন্দ উল্লাসে একটি দিন কাটিয়েছে।
সাদা পাথরে আনন্দ ভ্রমণে দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা বন্ধুরা একসাথে মেতেছে আড্ডা, গান আর পুরানো দিনের স্মৃতি কথায়। সকাল সাত টায় হতে যাত্রা করে প্রাকৃতিক লিলা ভূমিতে কাটে সারাদিন লেক ভ্রমন, আড্ডা, খেলাধুলা, গান,নাচ, শেষ করে ছয়টায় সকলে আবার নিজ গন্তব্য স্হলে ফিরে আসে।স্মৃতিতে রয়ে যায় স্বপ্নের মত কাটানে দিনটি।-বিজ্ঞপ্তি