• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কামরান ও আসাদের প্রতি মুক্তির সম্মান

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৬

received_1335658806445241 নিজস্ব প্রতিবেদক ::

আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নাম জানা হয়ে গেছে। প্রেসিডিয়াম বডিতে কারা জায়গা পেলেন তাও ঘোষণা হয়ে গেছে। আগ্রহীরা এখন পাখির চোখ করে রেখেছেন সাংগঠনিক সম্পাদকের পদের দিকে। অন্যান্য বিভাগের সাখে সিলেট থেকে কে পাবেন সাংগঠনিক পদ ভাবনাজুড়ে এখন তাই। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ দুজনেই এখন এ স্বপ্ন চোখে এঁকে নিয়ে ঢাকায় আছেন। কান পেতে অপেক্ষায় আছেন কার নাম ঘোষণা হয় সাংগঠনিক সম্পাদক হিসেবে।

ঢাকায় সম্মেলনে অবস্থানরত সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি জানান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ দু’জনেই পল্টন এলাকার হোটেল প্রীতমে উঠেছেন। সম্মেলনে আসা যাওয়াও করছেন একসাথে। রোববার সম্মেলনের শেষদিনে দুজনে একই রিকশায় কাউন্সিল অধিবেশনে যোগ দিতে যান।