• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

২৩-এও শূন্য রোনালদো

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০১৮

রেগে গিয়ে গোলরক্ষকের ওপর চড়াও হলেন নাকি! না, রোনালদোকে এভাবে গোলমুখে ভূপতিত করার প্রতীকী ছবিমাত্র! ছবি: রয়টার্স


ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসের জার্সিতে তিন ম্যাচ খেলেও গোল পেলেন না। এ নিয়ে ২৩টি শট নিয়েছেন, তবু গোলের খাতা খুলতে পারেননি। ইউরোপের শীর্ষ ৫ লিগে এতগুলো শট নিয়েও গোল না পাওয়া একমাত্র খেলোয়াড় তিনি। গতবারও লা লিগায় প্রথম গোলের দেখা পেতে রোনালদোকে নিতে হয়েছিল ২৮ শট। কিন্তু এরপর?

স্বপ্নের অভিষেক তো হয়ইনি, এখন সেটা না দুঃস্বপ্নে রূপ নেয়! ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই ধৈর্যহারা হয়ে উঠছেন। ইতালিয়ান লিগে নিজের প্রথম গোলের জন্য আরও ১৫ দিন অন্তত অপেক্ষা করতে হবে। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে কালই ছিল জুভেন্টাসের শেষ ম্যাচ। তাতেও গোল পেলেন না রোনালদো। এ নিয়ে লিগে তিন ম্যাচ খেলে ২৩টি শট নিয়ে একটিও গোল লেখা হলো না রোনালদোর নামের পাশে! ইউরোপের শীর্ষ ৫ লিগে এতগুলো শট নিয়েও গোল না পাওয়া অভাগা খেলোয়াড়টির নাম রোনালদোই।

রোনালদো গোলহীন থাকলেও জুভেন্টাসের জিততে অসুবিধা হয়নি। পারমার মাঠে মাত্র ২ মিনিটেই জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন মারিও মানজুকিচ। ৩৩ মিনিটে জেরভিনজোর সমতা ফেরানো আর রোনালদোর একের পর এক সুযোগ হাতছাড়া করায় জুভ-সমর্থকেরা একটু শঙ্কায় পড়ে গিয়েছিলেন হয়তো। তবে ৫৮ মিনিটে মাতুইদির গোল শেষ পর্যন্ত জুভেন্টাসের জন্য ৩ পয়েন্ট নিশ্চিত করে। মাতুইদির গোলটি মানজুকিচের বানিয়ে দেওয়া। গোল করে, করিয়ে এ রাতেও নায়ক এই সার্বিয়ান।

রোনালদোর পর ইউরোপের শীর্ষ ৫ লিগের সবচেয়ে অভাগা খেলোয়াড়টি নাতেঁর ভ্যালেন্তিন রজিঁয়ে। ১৫ শট নিয়েও এখনো গোলের খাতা খুলতে পারেননি এই মিডফিল্ডার।

ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকে ১২ শটে গোল পাননি একটিও। এই তালিকার চারে আছেন তুলুজ স্ট্রাইকার অ্যান্ডি ডেলর্ট (১২) আর পাঁচে লিওঁর নাবিল ফেকির (১১ শট)। চেনা নামগুলো রোনালদো খুঁজে পাবেন না এই তালিকায়। পাবেন কী করে, সবাই যে গোলের খাতা খুলে ফেলেছেন। লিওনেল মেসি লিগে করেছেন ২ গোল। নেইমার করেছেন ৪ গোল। এমনকি করিম বেনজেমা পর্যন্ত ৪ গোল করে ছুটছেন!

রোনালদো শিগগিরই এই বন্দিদশা থেকে মুক্তি পাচ্ছেন না। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের বিরতির জন্য ইউরোপের ক্লাব ফুটবলে দুই সপ্তাহের ছুটি। জুভেন্টাসের পরের ম্যাচ ১৬ সেপ্টেম্বর।

গতবার স্প্যানিশ লিগেও কিন্তু রোনালদোর শুরুটা হয়েছিল হতাশামাখা। শুরুর দিকে লিগে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। ফিরে আসার পর প্রথম গোলটি পেতে ২৮টি শট নিতে হয়েছিল রোনালদোকে। সেই তিনি মৌসুম শেষ করেছিলেন ৪৪ ম্যাচে ৪৪ গোল করে! ফলে রোনালদোর গোল না পাওয়াটা কিন্তু ভেতরে-ভেতরে আগ্নেয়গিরির বিস্ফোরণ-প্রস্তুতিও হতে পারে!

অধিনায়ক হিসেবে অভিষেকেই শান্তর সেঞ্চুরি, বাংলাদেশের লিড ২০৫ সিলেট টেস্টে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম। তার সেঞ্চুরিতে ৩ উইকেটে ২১২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। টাইগারদের লিড ২০৫ রানের। সিলেট টেস্টের তৃতীয় দিনটি পুরোটাই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে দ্রুত কিউইদের শেষ উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ২ উইকেট হারালেও শান্ত ও মুমিনুলের ৯০ রানে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মুমিনুল ৪০ রানে ফিরে গেলেও শান্ত তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ৬৮ ওভারে ২১২ রান তোলার পর আলো স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে কিউইদের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২০৫ রান। সিলেট টেস্টের তৃতীয় দিনে কিউইদের শেষ দুই উইকেট তু্লে নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। ১০ ওভারে রান করেন ১৯। যার মধ্যে টাইগারদের লিড দাঁড়ায় ১২। ১২ রান লিড নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। কিন্তু লাঞ্চ থেকে ফিরেই ঘটে ছন্দপতন।দলীয় ২৩ রানে এজাজ পাটেলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান জাকির হাসান। আউট হওয়ার আগে করেন ৩০ বলে ১৭ রান। জাকির হাসানের পথ ধরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। আগের ম্যাচে ১৪ রানের জন্য সেঞ্চুরি মিস করা জয় আজ দুর্ভাগ্যজনক রানআউটের শিকার। সাউদির বলে ড্রাইভ খেলেন নাজমুল হোসেন শান্ত, বল বোলারের হাত স্পর্শ করে ভেঙে যায় ননস্ট্রাইকের স্টাম্প। ফলে ৪৬ বলে ৮ রান করে রান আউট কাটা পড়েছেন জয়।তার বিদায়ে ২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২৬ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন মুমিনুল ও শান্ত। আগের ম্যাচে তাড়াহুড়ো করে খেলতে থাকা শান্ত আজ শুরু থেকেই খেলতে থাকেন দেখেশুনে। এই জুটিতে ভর করে ৩১ ওভারে দলীয় শতক পূর্ণ করে টাইগাররা। তার লিড ১০০ ছাড়ায় ৩৫ ওভারে।৩৮ ওভারে ১১১ রান করে ১০৪ রানের লিড নিয়ে চা পানের বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে কিউইদের বিপক্ষে অর্ধশতক তুলে নেন নাজমুল হোসেন শান্ত।প্রথম ইনিংসে ৩৭ রানে সাজঘরে ফিরে যাওয়ার পর আজ দ্বিতীয় ইনিংসে ৯৫ বলে তুলে নেন ৫০ রান। শান্তর পথ ধরে মুমিনুল হকও এগিয়ে যাচ্ছিলেন অর্ধশতকের দিকে। কিন্তু রান আউটের শিকার হয়ে ৬৮ বলে ৪০ রান করে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ১১৬ রানে ৩ উইকেট হারায় টাইগাররা। মুমিনুলের বিদায়ের পর মুশফিকের সঙ্গে জুটি গড়েন শান্ত। প্রথম ইনিংসে ১২ রানে সাজঘরে ফিরে যাওয়া মুশি আজ শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। এই জুটিতে ভর করে ৫৬ ওভারে লিড ১৫০ পূর্ণ করে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ৯৫ বলে অর্ধশতক তুলে নেওযার পর ১৯২ বলে তুলে নেন সেঞ্চুরি।যার মধ্যে রয়েছে ৯ টি চারের মার। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করলেন শান্ত। যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম। ৬৮ ওভারে তিনি উইকেট হারিয়ে ২১২ রান করার পর আলো স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে কিউইদের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২০৫ রান।