সিলেট :
সিলেট সম্মিলিত ক্রীড়া পরিবারের উদ্যোগে সিলেট ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ড. এ.কে আব্দুল মোমেনের নৌকা প্রতীকের সমর্থনে সিলেট জেলা ষ্টেডিয়াম এলাকায় গনসংযোগ করা হয়।
এসময় তারা সিলেটের ক্রীড়ার বিভিন্ন উন্নয়নে অর্থমন্ত্রীর কথা তুলে ধরে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দানের আহবান জানান।
গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস চৌধুরী রুহেল শমশের জামাল, কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, জামাল উদ্দিন, সাজেদুল ইসলাম বাপন, মুফতি আব্দুল খাবির, আনোয়ার সাদাত, জুম্মা আব্বাস রাজু, মাধুরি গুন,আব্দুল কাহির, রুয়েদুর রহমান মনি, ফিকুর রহমান চৌধুরী,আনোয়ার হোসেন, পলাশ মিয়া, আরিজ আহমদ, আহমদ আলী খান সুমন প্রমুখ।