সাবেক অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডিন জোন্স বলেছেন দারুণ ফর্মে থাকা বাংলাদেশের সাথে পরাজয়ের শঙ্কায় নির্ধারিত সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া।
সিডনি মরনিং হেরাল্ডে প্রকাশিত এক কলামে এমনটাই বলেছেন সাবেক এই অসী তারকা।
১৯৮৪ থেকে ১৯৯৪ পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের নিয়মিত এই মুখ বলেছেন- উপমহাদেশে এমনিতেই অস্ট্রেলিয়ার রেকর্ড যাচ্ছেতাই। এরমধ্যে বর্তমান দলটি খুবই অনভিজ্ঞ। ওপেনিং পজিশনে নেই ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্সদের মত ব্যাটসম্যান। এই অবস্থায় সিরিজটি অস্বস্তির কারণ হত ক্যাঙ্গারুদের।
সম্প্রতি অবসরে যাওয়া মাইকেল ক্লার্ক, ওয়াটসন, হ্যাডিন, রজার্সদের মত তারকা না থাকায় অস্ট্রেলিয়া দলটি পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেন জোন্স। এই অবস্থায় উপমহাদেশের মত প্রতিকূল পরিবেশে খেলা দলটির জন্য হত ভীষণ অস্বস্তির।
নিরাপত্তার কারণ রীতিমত উড়িয়ে দিয়েছেন সাবেক ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। কাবার ড্রাইভ করার মত কোন রাখঢাক না রেখেই এই তারকা বলেছেন- ‘নিজেদের মাঠে সম্প্রতি ওরা (বাংলাদেশ) পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। তরুণ এই দল রয়েছে সময়ের সেরা ফর্মে, আমার ধারণা অস্ট্রেলিয়া বিব্রতিকর পরিস্থিতি এড়াতেই সফরটি বাতিল করেছে।’
জোন্স উল্লেখ করেন অসী বোলিং লাইনআপও এখন আগোছালো মিচেল স্টার্কের এংকেলে অস্ত্রোপাচার দরকার, উপমহাদেশে ন্যাথান লায়নের গড় ৫০ এর বেশি আর এন্ড্রো ফিকেট ত একেবারেই অচেনা।
বাংলাদেশ সফর বাতিল করা নিয়ে সাবেক অস্ট্রেলীয় তারকারা যে মোটেও খুশি নন তা জানা গিয়েছিল ইয়ান চ্যাপেলের কথাতেই। বৃহস্পতিবার ক্রিকইনফোকে সাবেক অসি কাপ্তান বলেছিলেন-‘সিরিজটি ভারতের সাথে হলে বাতিল করতে পারতনা অস্ট্রেলিয়া’।
প্রসঙ্গত গত ২৮ সেপ্টেম্বর দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে তারা তা বাতিল করে।