• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

পিলখানা হত্যার পুনঃতদন্তে সেনাবাহিনী সহযোগিতা করবে: সেনাপ্রধান

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫
পিলখানা হত্যার পুনঃতদন্তে সেনাবাহিনী সহযোগিতা করবে: সেনাপ্রধান

পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১৩ জানুয়ারি) পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ কালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে কমিশন তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করলে এমন আশ্বাস দেন সেনাপ্রধান।

এ সময় উপস্থিত ছিলেন তদন্ত কমিশনের সদস্য মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, বীর প্রতীক (অব.), সাবেক যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সাবেক ডিআইজি ড. এম. আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।