• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সেন্টমার্টিন দ্বীপ দখল করে নিয়েছে আরাকান আর্মি, তথ্যটি মিথ্যা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫
সেন্টমার্টিন দ্বীপ দখল করে নিয়েছে আরাকান আর্মি, তথ্যটি মিথ্যা

সম্প্রতি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ দখল করে নিয়েছে বলে একটি তথ্য ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে।

তবে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত “রিউমর স্ক্যানার” দলের অনুসন্ধানে নিশ্চিত করা হয়েছে যে এই দাবি সঠিক নয়। বরং, কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য ছাড়াই মিথ্যা এই তথ্যটি প্রচার করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় যে দাবিটির সূত্রপাত ভারতীয় এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে। সেখানে অন্তত ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে এই দাবি ছড়াতে শুরু করে।

কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা অন্যান্য নির্ভরযোগ্য উৎস থেকে মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক সেন্টমার্টিন দখল বা বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পরে অনুসন্ধানে মিয়ানমারের গণমাধ্যম The Irrawaddy-তে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আরাকান আর্মি মিয়ানমারের মংডু শহর দখল করেছে এবং বাংলাদেশের সঙ্গে ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে।

এছাড়া, ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশের জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার-এর অনলাইন সংস্করণে প্রকাশিত একটি মতামত নিবন্ধে একই ধরনের তথ্য পাওয়া গেছে।

প্রসঙ্গত, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে আরাকান আর্মি দীর্ঘ প্রায় নয় মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে “Kreaty.in” নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। এই একই অ্যাকাউন্ট থেকে গত ডিসেম্বর মাসে বাংলাদেশের টেকনাফ দখল করার ভুয়া দাবিও করা হয়েছিল। সে সময় “রিউমর স্ক্যানার” এই দাবির বিস্তারিত ফ্যাক্টচেক প্রকাশ করেছিল।

সুতরাং, মিয়ানমারের আরাকান আর্মি সেন্টমার্টিন দখল করেছে বলে ইন্টারনেটে ছড়ানো তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।