• ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

ছাগলকাণ্ডে রাজস্ব বোর্ডের সাবেক সেই সদস্য স্ত্রীসহ গ্রেফতার

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫
ছাগলকাণ্ডে রাজস্ব বোর্ডের সাবেক সেই সদস্য স্ত্রীসহ গ্রেফতার

বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেয় হয়নি ডিবি। তবে এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গত ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাগুলো দায়ের করে দুদক ।