• ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৬ হিজরি

উসকানি তৈরি করে এমন প্রশ্ন করবেন না: সাংবাদিকদের ফারুকী

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪
উসকানি তৈরি করে এমন প্রশ্ন করবেন না: সাংবাদিকদের ফারুকী

উসকানি তৈরি করে এমন প্রশ্ন না করার জন্য সাংবাদিকদের সাফ জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা খ্যাতিমান নির্মাতা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (১১ নভেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ফারুকী সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানান প্রশ্নের সম্মুখীন হন।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে, মুজিব: একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করেছিলেন অভিনয় স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। বিষয়টি নিয়ে এখন আত্মগ্লানিতে ভুগছেন কিনা ফারুকী এমন প্রশ্নের জবাবে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কোনোধরণের উসকানিমূলক কোনো প্রশ্নের উত্তর আমি দিব না। আপনারা আমাকে যেকোনো প্রশ্ন করলে আমি জবাব দিবো। কিন্তু যে প্রশ্ন উসকানি তৈরি করে এমন প্রশ্ন করবেন না।

এছাড়াও শিল্পকলায় নাটক বন্ধ করা হলো। উগ্রবাদী এই অবস্থা নিয়ে বিষয়ে প্রশ্ন করা হলে ফারুকী বলেন, আমি বিষয়টা জানি। তবে একটা বলতে চাই এই সরকার কখনো শিল্পের জন্য বাঁধা হয়ে দাঁড়ায়নি এবং কখনো বাঁধার কারণ হয়ে দাঁড়াবে না। তবে পাশাপাশি কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যারা শিল্পের চর্চা করেন তাদেরও কিছু দায়িত্ব আছে। যেমন আমরা সবাই জানি জুলাইতে দেশে গণহত্যা হয়েছে এমন না যে কেবল সরকার পতন হয়েছে। যদি জনতা বিজয়ী না হতো তাহলে আমি আজ এখানে থাকতাম না জেলে থাকতাম। এমন আমাদের অনেকের সঙ্গেই হতো। যারা জুলাইতে গণহত্যা চালিয়েছে সরকার তাদেরও বিচার করবে। যারা সরাসরি এটার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হবে। এখন হত্যার সঙ্গে যুক্ত অপরাধীকে বাঁচানোর জন্য যারা ফিফথ হ্যান্ড অপরাধীরা যদি বিশৃঙ্খলা তৈরি করে তাহলে সেটা সামগ্রিকভাবে সংস্কৃতির জন্য ভালো কিছু না।