বাংলাদেশ জাতীয় ক্রিকেট (ছেলে ও মেয়ে) দলের নতুন স্পনসর ইউনিলিভার বাংলাদেশ
বাংলাদেশের খেলাধুলায় ইউনিলিভারের পৃষ্ঠপোষকতা নতুন কিছু নয়। বিপিএলের গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ডায়নামাইটসের স্পনসর ছিল এই বহুজাতিক প্রতিষ্ঠান। এ ছাড়াও অনূর্ধ্ব-১৭ ফুটবলের পৃষ্ঠপোষকতাও করেছে। ক্রীড়াঙ্গনের সঙ্গে এই পথচলায় এবার বেশ বড় একটা ধাপ রাখল তারা। এশিয়া কাপ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের স্পনসর ইউনিলিভার বাংলাদেশ।
গত বছরের মে থেকে আগামী বছরের জুন পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির। কিন্তু চুক্তির প্রাসঙ্গিকতা হারানোর যুক্তি দিয়ে গত মাসে বিসিবির সঙ্গে স্পনসরশিপ বাতিল করে তারা। তারপর বাংলাদেশ ক্রিকেট দলের পাশে এসে দাঁড়াল ইউনিলিভার বাংলাদেশ। এশিয়া কাপ থেকে জাতীয় দলের জার্সিতে ইউনিলিভারের পণ্য ‘লাইফবয়’-এর লোগো থাকবে। শুধু ছেলে ও মেয়েদের জাতীয় দল নয়; বাংলাদেশ ‘এ’ দল, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্পনসরও ইউনিলিভার। বিসিবির সঙ্গে তাদের এই চুক্তির মেয়াদ ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।
বিসিবিতে আজ এই স্পনসর চুক্তি সই করা হয়। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ক্রিকেটে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিসিবির পক্ষ থেকে ইউনিলিভার বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি।’