প্যারিস সেন্ট জার্মেইতে খেলা ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
গত শনিবার লিগ ওয়ানের খেলায় নিমের বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে লাল কার্ড পান এই ফরাসি সেনসেশন। নিমের ফুটবলার তেজি সাভানিয়েকে ধাক্কা দিয়ে লাল কার্ড পান তিনি। এরপর মেজাজ হারিয়ে রেফারির সঙ্গেও বাজে আচরণ করেন।
এর ফল হিসেবে এমবাপেকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ফ্রান্সের প্রফেশনাল লিগ কমিটি। বুধবার এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসে। তাই আগামী ১৪ সেপ্টেম্বর সেন্ট ইতিনে, ২৩ সেপ্টেম্বর রেনেস ও এর তিন দিন পর রেইমসের বিপক্ষে এমবাপেকে ছাড়াই নামতে হবে পিএসজির।