ক্রিস গেইল, রাসি ভ্যান ডার ডাসেন ও মাহমুদউল্লাহর মিনি ঝড়ে প্লে অফে জায়গা করে নিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। সিপিএলে জ্যামাইকাকে ডিএলএস ম্যাথডে ৭ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহদের দল।
বৃষ্টির কারণে এমনিতেই ঘণ্টা খানেক দেরি করে শুরু হয় ম্যাচ। ক্রিস গেইল টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে তা যথাযথ মনে হয়নি। তার সিদ্ধান্ত পুরোপুরি ব্যর্থ মনে হওয়ার কারণ রোভম্যান পাওয়েলের ৪০ বলের ৮৪ রানের ইনিংস। তার ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ২০৬ রানের বিশাল সংগ্রহ করে জ্যামাইকা তালাওয়াহস।
পরবর্তীতে বৃষ্টির হানা আশীর্বাদ হয়ে আসে সেন্ট কিটস শিবিরে। বৃষ্টির বিরতির আগে ৬.৩ ওভারে ১ উইকেটে ৬৫ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহদের দল। ৪০ মিনিট দেরি করে খেলা শুরু হলে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪.৩ ওভারে ৫৩ রান।
বিরতির পর আচমকা বড় ধাক্কা হয়ে আসে ক্রিস গেইল ৪১ রানে ফিরে গেলে। পর পর ফিরে যান বেন কাটিং। অপরপ্রান্তে ডার ডাসেন ৪৫ রানে অপরাজিত ছিলেন ঠিকই। কিন্তু নড়বড়ে পরিস্থিতিতে শেষ মুহূর্তে পুরো দৃশ্যপট পাল্টে দেন মাহমুদউল্লাহ। মিনি ঝড় তুলে ১১ বলে দুই ছয় আর দুই চারের সহায়তায় করেন ২৮ রান। তাতে ১০.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয় সেন্ট কিটসের।
এদিন আগে ব্যাটিংয়ের সুযোগ পেলেও বল করার সুযোগ মেলেনি তার। ম্যাচসেরা হন ভ্যান ডার ডাসেন।