রোববার ক্যাম্প ন্যুতে গোলের বন্যায় বইয়ে দিয়েছেন লিওনেল মেসিরা। আর সেই বানে ভেসে গেল মেসিদের মাঠে খেলতে যাওয়া উয়েস্কা। লা লিগার খেলায় এদিন দলটিকে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন মেসি ও লুইস সুয়ারেজ। এছাড়া একটি করে গোল পেয়েছেন উসমান ডেম্বেলে, ইভান রাকিতিচ ও জর্ডি আলবা। উয়েস্কার হয়ে গোল করেছেন হার্নান্দেস ও অ্যালেক্স গায়ার।
এদিন শুরুতেই ন্যু ক্যাম্প স্তব্ধ করে দিয়ে ১-০ গোলে এগিয়ে যায় অতিথিরা। ম্যাচের তৃতীয় মিনিটে গোলটি করেন হার্নান্দেস। তবে গোল হজম করেই দারুণ আগ্রাসী হয়ে ওঠে মেসি-সুয়ারেজরা। ম্যাচের ১৬ মিনিটে দলকে সমতায় ফেরান মেসি। ইভান রাকিতিচের বাড়ানো বল দারুণভাবে কাটিয়ে প্রতিপক্ষের জালে ঢোকান এই আর্জেন্টাইন।
এরপর ম্যাচজুড়ে ক্যাম্প ন্যুর দর্শক ও উয়েস্কা দেখল লা লিগার চ্যাম্পিয়নদের গোল উৎসব। আগ্রাসী বার্সেলোনার সামনে পড়ে আত্মঘাতী গোলের শিকার হয়ে বসে অতিথিরা। ম্যাচের ২৪ মিনিটে আলবার নিচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন উয়েস্কার ডিফেন্ডার হোর্হে পুলিদো। ফলে বার্সেলোনা এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ৩৯ মিনিটে আলবার বাড়ানো বল থেকেই গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-১ এ নিয়ে যান সুয়ারেজ।
তবে ম্যাচের ৪২ মিনিটে ব্যবধান কমিয়ে ৩-২ তে নিয়ে যান উয়েস্কার স্প্যানিশ ফরোয়ার্ড গায়ার। প্রথমার্ধের খেলা শেষ হয় এই ব্যবধান নিয়েই।
দ্বিতীয়ার্ধে ফিরেই আবার গোল করার দিকে মনোযোগ দেন বার্সার খেলোয়াড়রা। ম্যাচের ৪৮ মিনিটে ডেম্বেলে ও ৫২ মিনিটে রাকিতিচ যোগ দেন সেই গোল উৎসবে। ফলে ব্যবধান গিয়ে দাঁড়ায় ৫-২ তে। আর ম্যাচের ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে মেসি। চলতি মৌসুমে লা লিগায় এটি তার চতুর্থ গোল। ব্যবধান দাঁড়ায় ৬-২।
ম্যাচের ৮১ মিনিটে অসাধারণ এক মাইলফলক স্পর্শ করেন মেসি। এই শতাব্দীর প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ১৫০ গোলে সহায়তা করলেন তিনি। তার পাস থেকেই বার্সার সপ্তম গোলটি করেন আলবা। আর যোগ করা সময়ে স্পট কিক থেকে গোল করে ৮-২ এর জয় নিশ্চিত করেন সুয়ারেজ। উয়েস্কার ডি-বক্সের ভেতর সুয়ারেজ ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় বার্সেলোনা। তবে স্পটকিকটি মেসি নিলে হয়তো হ্যাটট্রিক হতো তার। কিন্তু তা না করে সুয়ারেজকেই গোল করার সুযোগ করে দেন এই আর্জেন্টাইন।