জাতীয় সাংস্কৃতিক পার্টি সিলেট জেলা শাখার কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মাসুদ পারভেজ সুহেল রানা ও সদস্য নাজমুল খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আতাউর রহমান আতাকে আহ্বায়ক ও গুলজার আহমদকে সদস্য সচিব করে ৬১ বিশিষ্ট কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ চৌধুরী, মো. ফখরুল ইসলাম এডভোকেট, মো. আবুল কালাম আজাদ, মো. শামীম আহমদ, ফয়ছল আহমদ, সদস্যবৃন্দ হলেন, শাহ আলম, তজমূল আলী, আব্দুল হাছিব আলী হোসেন, বেলাল আহমদ, মো. সিরিয়ান আহমদ, আলী হোসেন শান্ত, সিরন আহমদ, ফয়েজ আহমদ, আব্দুল মুনিম মামনুন, সামছুল ইসলাম, রাহেল আহমদ, মামুন আহমদ, সায়েক আহমদ, বুরহান আহমদ, বেলাল আহমদ, আমির হোসেন, স্বপন আহমদ, আমজাদ আহমদ, সাবু আহমদ, ফরহাদ আহমদ, নজির আহমদ, জাহাঙ্গির আলম, বায়েজিদ আহমদ, কয়ছর আহমদ, মাসুদ আহমদ, মো. ছমির উদ্দিন, মো. ছামাদ আহমদ ছায়েম, তুহেল মিয়া তালুকদার, সুজিত আচার্য্য, জাবেদ আহমদ সবুজ, আনোয়ারুল হক সাথী, মিটন আচার্য্য, লোকমান আহমদ চৌধুরী, মিলাদুর রহমান, মো. সুহেল আহমদ, রবিউল মিয়া, আরিফুল ইসলাম আনহার, মো. জাফর আহমদ, মো. কোকন আহমদ, মো. মাহতাব আহমদ, সুলতান আহম, রুহেল আহমদ, জহরলাল মিশ্র ঝিনুক, ইপু আচার্য্য, সামছুজ্জামান, এবাদ আহমদ, এমন আহমদ, হেনা বেগম, রুনা বেগম, ছারজা বেগম, মোছা. ফাতিমা বেগম, সালমা আক্তার, লাভলী আক্তার সেলিনা আক্তার। বিজ্ঞপ্তি