• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন মেজবা রহমান

bijoy71news
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫
মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন মেজবা রহমান

৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছেন মোহনা টেলিভিশনের বিনোদন প্রতিবেদক মেজবা রহমান।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর স্কাই সিটি হোটেলে ৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করে সংস্থাটি।

এসময় অর্থনৈতিক, উদ্যোক্তা, শোবিজ, সাংস্কৃতিক, শিক্ষা গণমাধ্যমসহ ২০টি ক্যাটাগরিতে সফল ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এসময় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গন নিয়ে কাজ করায় মোহনা টেলিভিশনের বিনোদন প্রতিবেদক মেজবা রহমানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

এদিকে সম্মাননা পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেজবা রহমান। তিনি বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি নিজেকে আরও এগিয়ে নিতে উৎসাহ দিয়ে থাকে। আজকের এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হওয়ার পেছনে আমার পরিবারের ভূমিকা অনেক। অ্যাওয়ার্ডটি শুধু আমার একার নয়, এটা দেশের বিনোদন অঙ্গনের সকল সহকর্মীর।”

অ্যাওয়ার্ড প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।