• ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিমানবন্দর থেকে ৭১ টি‌ভির প্রধান বার্তা সম্পাদক ও উপস্থাপিকা গ্রেফতার

bijoy71news
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪
বিমানবন্দর থেকে ৭১ টি‌ভির প্রধান বার্তা সম্পাদক ও উপস্থাপিকা গ্রেফতার

বিমানবন্দর দি‌য়ে দেশ ত‌্যাগ করার সময় বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে আটক করা হয়েছে। এরপর তাদের বিমানবন্দর থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তামবুল হয়ে ফ্রান্সের প্যারিস যাওয়ার উদ্দেশ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। কিন্তু সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, ৮ আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ- হেড অব নিউজ, ফারজানা রুপা- প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।