• ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তুরাব হত‌্যার বিচার দা‌বিতে বিয়ানীবাজারে সহকর্মীদের মানববন্ধন

bijoy71news
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪
তুরাব হত‌্যার বিচার দা‌বিতে বিয়ানীবাজারে সহকর্মীদের মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  পেশাগত দায়িত্ব পালনে সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি ও জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আবু তাহের মো. তুরাব হত্যার বিচারের দাবিতে বিয়ানীবাজার প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে পৌরশহরের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন।

বিয়ানীবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি তোফায়েল আহমদ এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক জৈন্তা বার্তা প্রতিনিধি শহিদুল ইসলাম সাজুর যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ, শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, জামায়াত নেতা মাওলানা এম. শামছুল আলম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদ, নিহত তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ জাবুর, বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি খন্দকার লোকমান হোসেন, স্পর্শ সোসাল মিডিয়ার সভাপতি সাইফুর রহমান সাইফ, ছাত্রনেতা তোফায়েল হোসেন ত্বোহা।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, বিয়ানীবাজারের সন্তান শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি আমিরাতের অন্যতম সদস্য ছালেহ আহমদ, প্রেস ক্লাবের সহ সভাপতি আহমেদ সাহেদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি এহসান করিম খোকন, আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া বিয়ানীবাজার উপজেলা সভাপতি আবুল হাসান মামুন, জমিয়ত নেতা মাওলানা আবুল কালাম, জাহিদ হোসেন নুরানি, মানবাধিকার কর্মী রুফিন ফরহাদ চৌধুরী, সমাজকর্মী জাকির হোসেন, দৈনিক আওয়ার টাইমস প্রতিনিধি আহমদ রেজা চৌধুরী, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি মহসিন আহমেদ রনি, তৃতীয় মাত্রা প্রতিনিধি জয়নুল ইসলাম, সাংবাদিক এস আর শহিদ, কাজী ফাহিম আহমদ, তাহের আহমদ, মোকাব্বির হোসেন এবং বিয়ানীবাজারের সাংবাদিকদের সংগঠনগুলোর নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিয়ানীবাজার প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে পৌরশহরে শতাধিক পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরে এদিন বাদ আসর স্থানীয় ফতেহপুর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং পরে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করা হয়।