• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত করলো স্বাস্থ্য শিক্ষা অধিদফতর

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫
কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত করলো স্বাস্থ্য শিক্ষা অধিদফতর

মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ভর্তি কার্যক্রম। তবে অন্যান্য ভর্তি স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।

এর আগে, তিন দিনের যাচাই বাছাইয়ে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের মধ্যে ৭৪ জনের দরকারি একাডেমিক সনদ পাওয়া গেছে। এই তালিকার ৪৪ জন যোগাযোগই করেনি। বাকি ৭৫ জন মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি হিসেবে আবেদন করেছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর নাতি-নাতনিরা মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হতে পারবে না। গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি তাদের সনদ যাচাই-বাছাই করা হয়। নাতি-নাতনি হিসেবে আবেদনকারীরা ভুল স্বীকার করেছে।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে ভর্তির সুযোগ দেয়া হবে কীনা- সেটি পরে জানানো হবে। প্রাথমিক যাচাইয়ে টিকে যাওয়া ৭৪ জনের সনদ স্থানীয় প্রশাসন থেকেও যাচাই করা হবে।