• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন

bijoy71news
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫
মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন

নওগাঁ মেডিকেল কলেজের মানহীনতার অজুহাতে বন্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শহরের শিক্ষার্থী, চিকিৎসক, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণ বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

শনিবার (১৫ মার্চ) সকালে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে বের হয় এক বিশাল বিক্ষোভ সমাবেশ, যা শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে রূপ নেয়।

শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, কেন নওগাঁ মেডিকেল কলেজকে মানহীন বলা হচ্ছে, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজ পরীক্ষায় ৯৬ শতাংশ পাশ করে প্রথম স্থান অধিকার করেছে।

শিক্ষার্থীরা সরকারের কাছে দাবি জানিয়েছে, নওগাঁ মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্র বন্ধ করে অবকাঠামো উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার জন্য।

নওগাঁ পৌরসভার সাবেক মেয়র এবং সাবেক জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি জানান, যদি সরকার মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়, তবে নওগাঁ থেকে সকল চাউল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এটি ফ্যাসিস্ট সরকারের হটকারী সিদ্ধান্তের অংশ, নওগাঁবাসী এই সিদ্ধান্ত মেনে নেবে না।