সিলেট নগরীর রংমহল টাওয়ারের দ্বিতীয় তলায় সাইন সিটি ডিজিটাল প্রিন্ট এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সাইন সিটি ডিজিটাল প্রিন্টের উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ১৯ ওর্য়ান্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র দিনার খান হাসু ও ১৭ নং ওর্য়ান্ড কাউন্সিলর দিলোয়ার হোসেন সজীব।
উদ্বোধন উপলক্ষে দোয়া পরিচালনা করেন রায়নগর দপ্তরিপাড়া জামে মসজিদের ইমাম রুহুল আমিন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন, তরুন ব্যবসায়ী ও সাইন সিটি ডিজিটাল প্রিন্টের পরিচালক রায়হান, জাহান আহমদ, সুমন, সজিব, ফারুক,শাহেদ,মুকিত, কামরুল, মোর্শেদ,সুকেশ, পারভেজ,সুলেমান, জিলু, ইসহাক,জীবন, আসলাম প্রমুখ।
উলেখ্য সাইনসিটি ডিজিটাল প্রিন্টের দোকানে সাইন বোর্ড, ডিজিটাল ব্যানার, ফেষ্টুনসহ সবধরনের প্রিন্টের কাজ করা হবে।বিজ্ঞপ্তি