গোলাপগঞ্জে সমমনা ইসলামী দল ও উলামা মাশায়েখদের সাথে মতবিনিময় করেছে জামায়তে ইসলাম।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮ টায় স্থানীয় একটি সেন্টারে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত মতবিনিময়কালে বক্তারা বলেন, গোলাপগঞ্জে প্রকাশ্যে ৭ টি তাজা প্রাণ ঝরে গেলো, কিন্তু আজ পর্যন্ত একজনকেও আটক করা হয়নি। দ্রুত তাদের আটক করা না হলে গোলাপগঞ্জের সর্বস্তরের জনতাকে নিয়ে প্রয়োজনে প্রশাসনের বিরুদ্ধে আবার আন্দোলন গড়ে তুলা হবে।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে বারবার ক্ষমতার বদল হয়েছে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এজন্য সময় এসেছে ইসলামী দল, ওলামা মাশায়েখসহ সকলে ঐক্যবদ্ধ হওয়ার। এজন্য কেন্দ্রীয়ভাবে আলোচনা করে ঐক্য গড়ে তুলার জন্য সকল দলের নীতি নির্ধারকদের প্রতি আহবান জানানো হয়।
পৌর জামাতের আমীর আব্দুল খালিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগামীর সম্ভাবনময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে আমরা সকলে মিলে কাজ করতে চাই। এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সুন্দর সমাজ বিনির্মাণে যুগ যুগ ধরে ওলামা মাশায়েখদের অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামীর সুন্দর সমাজ গঠন করতে মসজিদের মিম্বর থেকেও ডাক আসতে হবে। দীর্ঘ ১৫/১৬ বছর আমাদের মসজিদের মিম্বরগুলোর ক্ন্ঠ রোধ করে দেয়া হয়ছিল। আলহামদুলিল্লাহ, এখন আর তা নেই। তাই আমরা সকল ইসলামী দল ও ওলামা মাশায়েখগণ এখন থেকে হকের আওয়াজ তুলতে হবে। সকলে সম্মিলিতভাবে হকের আওয়াজ তুললে ইনশাআল্লাহ বিফলে যাবেনা।
পৌর জামায়াতের নায়বে আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোছাইন, সিলেট জেলা জমিয়তের সহসভাপতি আলহাজ্ব শামছুদ্দিন বাণীগামী, ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, ফুলবাড়ি বড় মোকাম জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুর রহমান হাবিবী, মাওলানা ফরিদ আহমদ, উজেলা জামাতের শুরা সদস্য মাস্টার নুরুল হক, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি ক্বারী সায়ীদ আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল, উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আব্দুস সালাম, হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাক শামছুল ইসলাম।