• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

bijoy71news
প্রকাশিত মার্চ ২, ২০২১
৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

০১/০৩/২০২১ খ্রিঃ তারিখ এসআই(নিরস্ত্র) দেবাশীষ দেব সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র) ইখতিয়ার উদ্দিন, এএসআই(নিরস্ত্র) কামাল হোসেন, কং/৯৯৪ সঞ্জিত দাশ সহ জালালাবাদ থানা এলাকায় ওয়ান্টে তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে রাত অনুমান ১৯:৩০ ঘটিকার সময় সংবাদ পান যে, ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন সোনাতলা সাদিপুর পাকা রাস্তার উপর (সোনাতলা বাজার হইতে অনুমান ২০০ গজ পশ্চিমে) কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র) দেবাশীষ দেব বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে অবগত করিয়া সঙ্গীয় অফিসার সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ১। মোঃ মিলন মিয়া(৩৩) পিতা-মৃত মোঃ তুফান মিয়া, মাতা-আলেকজান বিবি, সাং-পৈল (সাহেব বাড়ীর উত্তরে), থানা- হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ বর্তমানে সাং- সোনাতলা (মোঃ শানুর মিয়ার বাড়ী), থানা- জালালাবাদ, জেলা-সিলেটকে রাত ১৯:৪০ ঘটিকার সময় আটক করেন। ধৃত আসামীর দেহ তল্লাশী করাকালে তাহার ডান হাতে থাকা নীল রংয়ের ছোট পলিথিনের ভিতর ইংরেজী ভাষায় বিভিন্ন লেখা বিশিষ্ট কাগজে মোড়ানো শুকনা গাঁজা সদৃশ্য মাদক দ্রব্য যাহার ওজন অনুমান ৫০(পঞ্চাশ) গ্রাম, মূল্য অনুমান ১০০০/-(এক হাজার) টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে ০১/০৩/২০২১ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৯:৫০ ঘটিকার ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ) দেবাশীষ দেব বাদী হইয়া উপরোক্ত আটক ০১ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-০১, তাং-০১/০৩/২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯ (ক) রুজু করা হয়। আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তি