• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দেশে ফিরেই তথ্য উপদেষ্টার সমালোচনায় মির্জা ফখরুল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪
দেশে ফিরেই তথ্য উপদেষ্টার সমালোচনায় মির্জা ফখরুল

রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনীতিবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলো। সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটি হলো গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। এসময় দেশের চলমান রাজনৈতিক আবহ ও সংস্কার প্রক্রিয়াকে আরও বেগবান করার পাশাপাশি দলীয় অবস্থানের সুস্পষ্ট ব্যাখ্যা দেন তিনি। বলেন, সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি- এমন ধারণা সম্পূর্ণ ভুল।

তিনি আরও বলেন, বিএনপি ২ বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। ন্যূনতম সংস্কার শেষ করে, নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে; তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা কষ্টকর বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

সাম্প্রতিক সময়ের বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ইঙ্গিত করেন মির্জা ফখরুল। বলেন, আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও কথা বলতে দেখা যায় দলটির মহাসচিবকে। জানান, আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান।

এর আগে, ১১ দিনের সফর শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল। দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করেন তিনি।