• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

‘কেউ যদি মনে করেন বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন তাহলে তারা আহাম্মকের রাজ্যে বাস করছেন’

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪
‘কেউ যদি মনে করেন বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন তাহলে তারা আহাম্মকের রাজ্যে বাস করছেন’

আ. লীগ যে দোষে সর্বহারা, বিএনপি এখন সেই কাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)। তিনি বলেছেন, ‘আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদার রেট আগের চেয়ে হয়তো বাড়াইয়া দিছে। আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, হাসিনা সরকারের পতনের পর বিএনপি এখন সেই কাজই করছে। তবে জামায়াতে ইসলামী কিন্তু এসব করছে না।’

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে দলের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। সখীপুর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে কাদের সিদ্দিকীর বাসভবনের সামনে এ বর্ধিত সভার আয়োজন করে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ।

সভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘আপনাদের মানুষের কাছে যেতে হবে, মানুষের সেবা করতে হবে। শেখ হাসিনার মতো আওয়ামী লীগ করা যাবে না। আওয়ামী লীগ করতে হবে ভাসানীর মতো, আওয়ামী লীগ করতে হবে বঙ্গবন্ধুর মতো। শেখ হাসিনার সরকার মানুষকে অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে।

কাদের সিদ্দিকী বলেন, ‘কেউ যদি মনে করেন স্বাধীনতাকে মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন—তাহলে তারা আহাম্মকের রাজ্যে বাস করছেন। কেউ কেউ ধারণা করেছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসিনাকে আবার সরকারে বসাবেন, তারা ভুল করছেন। এটা অসম্ভব।