বি৭১নি ডেস্ক :মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে ভারত। দলের ব্যাটিংয়ে অন্যতম ভরসা মিতালি রাজকে ছাড়াই সেই ম্যাচ খেলেছে ভারত। ব্যাপারটা সবাইকে চমকে দিলেও আসল ঘটনা তখন জানা যায়নি। বিশ্বকাপ শেষে বিসিসিআইকে পাঠানো এক বিস্ফোরক চিঠিতে সবকিছু খুলে বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক এই নারী ব্যাটসম্যান
তিনি ভারতের নারী ক্রিকেটে ওয়ানডে দলের অধিনায়ক। মেয়েদের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যানও। ওয়েস্ট ইন্ডিজে এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন ভারতের বড় ভরসা। কথাটা বোধ হয় পুরোপুরি ঠিক নয়। অন্তত ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নীতিনির্ধারকদের কাছে। মিতালি রাজ অন্তত এমনটাই মনে করছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ‘পত্র–বোমা’ পাঠিয়েছেন এই ওয়ানডে অধিনায়ক।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারতীয় দল থেকে মিতালির বাদ পড়াটা ছিল বড় চমক। এ নিয়ে মিতালি তখন কোনো প্রতিক্রিয়া দেখাননি। এমনকি সংবাদমাধ্যমের কাছেও মুখ খোলেননি। পাল্টা ক্ষোভ ঝেড়েছেন সরাসরি বিসিসিআইকে পাঠানো এক মেইলে। নতুন কোচ ও ভারতের সাবেক স্পিনার রমেশ পাওয়ার তাঁকে ‘অপমান’ করছেন বলে বিস্ফোরক অভিযোগ রয়েছে মিতালির সেই চিঠিতে। এমনকি বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসের (সিওএ) সদস্য ও ভারতের নারী দলের সাবেক অধিনায়ক ডায়না এডুলজির বিপক্ষেও অভিযোগ তুলেছেন মিতালি। এই দুজন এককাট্টা হয়ে তাঁকে ‘ধ্বংস’ করার চেষ্টা করেছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা এই নারী ক্রিকেটার।
বিসিসিআই প্রধান নির্বাহী রাহুল জোহরি ও জিএম (ক্রিকেট অপারেশনস) সাবা করিমকে এই চিঠি পাঠিয়েছেন মিতালি। টানা দুই ফিফটির পরও তাঁকে দল থেকে বাদ দেওয়ার পেছনে শুধু ক্রিকেটীয় কারণ থাকতে পারে বলে মনে করেন না মিতালি। চিঠিতে তিনি লেখেন, ‘নিজেকে চূর্ণবিচূর্ণ, হতাশ এবং খুব ছোট মনে হয়েছে। ভাবতে বাধ্য হয়েছি ক্ষমতায় থাকা কিছু মানুষের কাছে দেশের জন্য আমার অবদানের কোনো মূল্য নেই। তারা আমাকে ধ্বংস করতে চায়, আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিতে চায়।’