• ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চতুর্থ দিনের প্রথম সেশনও বাংলাদেশের দখলে

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪
চতুর্থ দিনের প্রথম সেশনও  বাংলাদেশের দখলে

পা‌কিস্তানের বিরুদ্ধে চতুর্থ দিনের প্রথম সেশনটাও নিজেদের দখলে রেখেছে বাংলাদেশ।

রোববার (১ সেপ্টেম্বর) শেষ বিকেলে ২ উইকেট তুলে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন হাসান মাহমুদ। 
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সেটা ধরে রাখলেন নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১১৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসের লিড মিলিয়ে স্বাগতিকদের লিড এখন ১২৯ রানে।

দলীয় ৯ রানের পুঁজি নিয়ে চতুর্থ দিনের শুরুতে সায়েম আইয়ুবকে নিয়ে ব্যাটিংয়ে নামেন শান মাসুদ। দিনের নবম ওভারে তাদের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ড্রাইভ করতে গেলে মিড অফে তার দারুণ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ৩৫ বলে ২০ রান করে ফেরেন আইয়ুব।

এরপর নাহিদ রানার পেসের ঝাঁজে পেরে উঠতে পারেনি পাকিস্তান।  পরপর তিন ওভারে শান মাসুদ, বাবর আজম ও সৌদ শাকিলকে ফেরান তরুণ পেসার। এতে ৮১ রানেই ৬ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

এরপর মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত আর কোনো বিপদ ঘটতে দেননি মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আঘা। ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন এই দুই ব্যাটার। ৫৩ বলে ৫ চারে ৩৮ রানে অপরাজিত আছেন রিজওয়ান।

৫ ওভারে ২২ রান খরচায় দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার নাহিদ রানা। বাংলাদেশের লক্ষ্য এখন দ্রুত পাকিস্তানকে অলআউট করা। ইতোমধ্যে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা।  দ্বিতীয় টেস্ট জয়ের হাতছানি দিচ্ছে এখন বাংলাদেশের সামনে।  

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান ২য় ইনিংস: ১১৭/৬ (৩০ ওভারে)

বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২/১০ (৭৮.৪ ওভার)

পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪/১০ (৮৫.১ ওভার)