• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গ্রিস ফুটবলার জর্জ বলডকের মরদেহ সুইমিং পুল থেকে উদ্ধার

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৪
গ্রিস ফুটবলার জর্জ বলডকের মরদেহ সুইমিং পুল থেকে উদ্ধার

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্ডার জর্জ বলডক মারা গেছেন।

বুধবার (৯ অক্টোবর) দক্ষিণ এথেন্সের শহরতলি গ্লিফাদায় নিজ বাড়ির সুইমিং পুল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

জর্জ বলডকের বয়স মাত্র ৩১ বছর। তিনি শেফিল্ড ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেন।

বলডকের বাড়িতে গিয়ে তাকে অচেতন অবস্থায় পায় পুলিশ। প্রাথমিক চিকিৎসার পরও তার জ্ঞান না ফিরলে, তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক । তার মৃত্যুর সময় উল্লেখ করা হয়েছে বুধবার রাত ১০টা।

বলডকের জন্ম ইংল্যান্ডের বাকিংহ্যামে। তার বাবা-মা ব্রিটিশ। তবে তার নানীর দেশ গ্রিস। সেই সূত্রে তিনি বেছে নেন গ্রিস জাতীয় দলকে।

ক্লাব ফুটবলে তার ক্যারিয়ার শুরু মাত্র ১৬ বছর বয়সে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দল এমকে ডনসের হয়ে। ২০১৭ সাল পর্যন্ত ছিলেন এই ক্লাবে। এরপর নাম লেখান শেফিল্ড ইউনাইটেডে।

ক্যারিয়ারের সেরা সময়টুকু এই ক্লাবেই কাটিয়েছেন তিনি। নতুন ক্লাবে তিন বছরের চুক্তি ছিল তার। গ্রিসের হয়ে খেলেছেন ১২টি আন্তর্জাতিক ম্যাচ।

বলডকের মৃত্যুতে শোক জানিয়েছে তার সাবেক ক্লাব শেফিল্ড ইউনাইটেড। এছাড়া তার অনেক সতীর্থ ও বন্ধুদের শোক প্রকাশ করতে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।