• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত: শান্তকে প্রধান উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪
তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত: শান্তকে প্রধান উপদেষ্টা

পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জয়ের পর তিনি মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে এ অভিনন্দন জানান। তিনি শান্ত ও গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধন দেওয়া হবে।

রাওয়ালপিন্ডিতে বাবরদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগের টেস্টও জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে প্রথম বারের মতো তাদের ধবল ধোলাই করল শান্তরা।