• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শান্তিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ৷

শনিবার (২১  অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার তেঘরিয়া পঞ্চগ্রাম পূজামন্ডপ থেকে শুরু করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সার্কেল এসপি শুভাশিস ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষন তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা ও যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ দাসসহ বিভিন্ন পূজাকমিটির সভাপতি- সম্পাদক প্রমুখ৷