• ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আলোচিত দিলোয়ার হত্যার প্রধান আসামী জাহাঙ্গীর গ্রেফতার, ফাঁসি দাবি

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪
আলোচিত দিলোয়ার হত্যার প্রধান আসামী জাহাঙ্গীর গ্রেফতার, ফাঁসি দাবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আলোচিত দিলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামী জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিলোয়ার হত্যা মামলার আসামী গ্রেফতারের খবরে শান্তিগঞ্জ থানায় ছুটে আসেন এলাকাবাসী। তারা থানা ঘেরাও করে আসামী জাহাঙ্গীরের ফাঁসির দাবি জানান। পরে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম হোসেন এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাহতাব আলী ছেলে।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মধ্যরাতে সদরপুর নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হন তিন সন্তানের জনক দিলোয়ার হোসেন। এঘটনায় জাহাঙ্গীর মিয়াকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন দিলোয়ারের বড় ভাই আলী হোসেন।