• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারবাজার থানায় দায়েরকৃত নাশকতা মামলায় যুবলীগ নেতা কৃপা সিন্ধু রায় ভানু (৫২) গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। ভানু দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী বাসিন্দা এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, রবিবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে দোয়ারাবাজার থানার এস আই মোহন রায়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার আমবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসাইন জানিয়েছেন, গেল বছরের ২ নভেম্বর দোয়ারবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার তদন্তে প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।